,

নবীগঞ্জসহ জেলাজুড়ে আজ থেকে দীর্ঘ ৮ দিন থাকছে না বিদ্যুৎ

এন সাকিব চৌধুরী ॥ হবিগঞ্জ জেলাজুড়ে আজ থেকে ৮দিন থাকছে না বিদ্যুৎ সংযোগ। শাহজিবাজার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের কাজের স্বার্থে বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। গত ১৪ আগস্ট শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তগঞ্জ এর সিনিয়র জেনারেল ম্যানেজার এর স্বাক্ষরিত এক লিখিত বার্তার জানানো হয়, শাহজিবাজার ও শ্রীমঙ্গল গ্রীড হতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পাওয়ার গ্রীড অব বাংলাদেশ লিঃ কর্তৃক বাস্তবায়নাধীন গ্রীড বিত্তিক বিদ্যুৎ সরবরাহের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শাহজিবাজার ১৩২/৩৩ কেভি স্থানান্তর করার জন্য আজ ১৭ই আগস্ট হতে আগামী ২৫ই আগস্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকবে। এর প্রেক্ষিতেই হবিগঞ্জ সদর(আংশিক), বানিয়াচং, নবীগঞ্জ, মাধবপুর শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, লাখাই, আজমিরিগঞ্জ, বাহুবল উপজেলায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকবে। নবীগঞ্জসহ হবিগঞ্জের পুরো জেলাজুড়ে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮ দিন কিভাবে অতিক্রম করা হবে, কতক্ষণ বিদ্যুৎ সংযোগ থাকবে এ বিষয়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আলি বর্দী খান সুজন এর কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি দৈনিক হবিগঞ্জ সময়কে জানান, হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জের কিছু অংশের জন্য যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার পুরোটাই শাহজিবাজার ১৩২/৩৩কেভি থেকে উৎপন্ন হয়ে তাকে। এটি অনেক পুরোনো। বর্তমানে এটি পর্যাপ্ত পরিমাণে লোড নিতে অক্ষম হওয়ায় এর ক্ষমতা বৃদ্ধির স্বার্থে শাহজিবাজার গ্রীড উন্নয়নের জন্যই আগামী কিছুদিন বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে। আর এই কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ লোড না পাওয়ায় বিকল্প ব্যাবস্থা হিসেবে শ্রীমঙ্গল থেকে অল্প পরিমাণে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তবে তা লোডিং বিত্তিতেই দেকা যাবে যে কতোক্ষণ বিদ্যুৎ সংযোগ রাখা যাবে। তবে নির্দিষ্ট করে বলা যাবে না যে কতক্ষণ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তা সম্পূর্ণই জনসাধারন ব্যবহৃত লোডের উপরই নির্ধারণ করবে।


     এই বিভাগের আরো খবর