,

নবীগঞ্জে রাইয়াপুর বড়খাল প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাতের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড়খাল প্রকল্প বাস্তবায়ন না করে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বর্তমান সভাপতি মারুফ আহমদ শিপন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের বিরুদ্ধে। কাগজে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগে প্রকাশ, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (জাইকা) আওতায় বেশির ভাগ প্রকল্পেই হয়নি কাজ। অনেক প্রকল্পের কাজ হয়েছে সামান্য। আর কয়েকটি খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু সবকটি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ভুয়া প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ প্রকল্পেই হয়নি কাজ। অনেক প্রকল্পে নামমাত্র কাজ হয়েছে। আর কয়েকটি প্রকল্পের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায়নি। অথচ কাগজে-কলমে সবকটি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে। কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড়খাল প্রকল্পে বৃক্ষ রোপনের জন্য বরাদ্দ ছিল ছয় লাখ টাকা। কিন্তু বাস্তবে সেখানে কোন বৃক্ষ রোপণ করা হয়নি। ১১টি গ্রামের সমন্বয়ে গঠিত রাইয়াপুর বড় খাল প্রকল্পের সদস্যরা জানান, সরেজমিনে তেমন কোনো উন্নয়নকাজ হয়নি। তবে সম্প্রতি খালের কিছু কাজ রাইয়াপুর ও বেরিগাঁও হলেও এতে কত টাকা খরচ হয়েছে, তা তাঁরা জানেন না। সমিতির মিটিং সভাপতি নিজ বাড়িতে মাঝেমধ্যে হলেও সবাইকে দাওয়াত দেওয়া হয় না। একইভাবে ওই ইউনিয়নের রাইয়াপুর বড়খাল উন্নয়ন প্রকল্পের নামে সদস্যদের কাছ থেকে ২০/৫০ টাকা করে প্রতিমাসে এক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু হিসাব পাননি সদস্যরা। এরই ধারাবাহিকতায় (২৮ আগস্ট) শনিবার সকালে বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ গ্রামের সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে জানান, জাইকা প্রকল্পের ১ কোটি ৫৭ লাখ টাকার কাজ আসলেও আনুমানিক ৪০ লক্ষ টাকা কাজ করলেও বাকি টাকার হিসাব তাদেরকে দেওয়া হচ্ছে না। কোন মিটিং করেও জানানো হচ্ছে না। শীগ্রই বিষয় টি সমাধান না হলে আমরা মামলা দায়ের করবো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ আব্দুল আলী, হিরণ দাশ, মোঃ মতিন মিয়া, কানাই দাশ, ছইফা আক্তার কাকলি, মিয়াধন মিয়া, আরজু মিয়া, আনকার মিয়া, ইসন আলী, নির্মল দাশ, আফজল মিয়া, জালাল মিয়া, তালেব উদ্দিন, আকল দাশ, রেজাক মিয়া, নিকোশ দাশ, নারায়ণ দাশ, সুধাংশু দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর