,

মাধবপুরে অবৈধ করাতকলে উপজেলা প্রশাসনের অভিযান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্থাপিত অবৈধ করাতকলে চলছে প্রশাসনের অভিযান। অব্যহত অভিযানে ধ্বংসের হাত থেকে বনাঞ্চলের বৃক্ষ রক্ষা পাবে বলে সচেুন মহল মনে করছেন। রোববার উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনা (ভূমি) মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলামসহ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরাইল থানার শাহবাজপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে নবী হোসেন (৪০) কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে মনতলা এলাকার গফুর মিয়া, মোঃ কামাল মিয়া, ওসমান মিয়া, আমজাদ আলী শাহীন ও এনু মিয়া এবং তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকার আবুল মিয়া ও মোস্তাক চৌধুরীর করাতকলে অভিযান চালিয়ে কলগুলো জব্দ করে। সূত্র জানায় সংরক্ষিত বনাঞ্চলের ১০কিলোমিটার ও আর্ন্তজাতিক সীমানা প্রাচীরের ৫ কি.মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ থাকলেও হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের আওতায় দেদারছে চলছে ৫৭টি করাত কল। সংরক্ষিত বন ঘেঁষে আবার কোথাও বন কর্মকর্তার কার্যালয়ের কাছেই এসব করাতকল বসানো হয়েছে। যেখানে দিনরাত সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা হচ্ছে। ফলে উজার হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বনবিভাগ সূত্রে জানায় উপজেলার ৫৭ টি করাতকলের মধ্যে মাধবপুর পৌর এলাকায় মনোজ মোদক, জিকে গউছ, হাজী আশরাফ আলী, মনতলা এলাকায় নুরুল আমীন, ইয়াকুব খাঁন, বাবুল চন্দ্র দেব, ঘিলাতলী এলাকায় হাবিবুর রহমান, নুরুল ইসলাম এবং কাশিমনগর এলাকায় সৈয়দ আবুল বাশারসহ ৯টি করাত কলের বৈধতা আছে। বাকীগুলোর মধ্যে লাইসেন্সবিহীন রয়েছে ৪০টি, লাইসেন্স প্রসেসিং আছে ০৩টি, বাকী ৫টি করাত কলের রয়েছে আদালতে স্বত্ব মামলা চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর