,

চির দিনের জন্য চলে গেলেন হাজার ছাত্র/ছাত্রীদের মডেল

ফরিদ আহমদ শিকদার ॥ বাগানের ফুলের মতো চারিদিকে সৌরভ ছড়িয়ে দিয়ে,অন্যের জীবনকে আলোকিত করার মধ্যে দিয়েই জীবনের প্রদীপ নিভেয়ে চলে গেলেন না ফেরার দেশে সকলের প্রিয় স্যার, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক।  হাজার হাজার ছাত্র/ছাত্রীদের আলোর সন্ধান দেখিয়ে, শিক্ষার্থী-অভিভাবকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোঃ পিয়ার আলী। গত রবিবার ২৯ আগষ্ট রাত্রে হৃদক্রিয়া বন্ধ হয়ে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্যারের হঠাৎ মৃত্যুতে মর্মাহত বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও হাজার হাজার ছাত্র ছাত্রী। দীর্ঘদিন তিনি নবীগঞ্জ উপজেলা বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন আসছিলেন। তিনি ১৯৮৮ সালে গনিত শিক্ষক হিসাবে যোগদান করেন। দক্ষতা আর নিজ গুনে ২০১০ সালে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে পদায়িত হন। প্রধান শিক্ষক থাকাকালীন গত রোববার ২টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। রেখে যান তার আদর্শের গড়া হাজার হাজার ছাত্র/ছাত্রী। তিনি ছিলেন নিরহংকার সহজ সরল সৎ, এবং কর্তব্য পরায়ন। উনার শিক্ষকতা জীবনে কাজে ফাঁকি বলতে কিছুই ছিলনা বরং ছাত্র ছাত্রীদের পাঠদান দিতে আনন্দ পেতেন। তিনি ছিলেন সকল শিক্ষার্থীদের কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব। মরহুমের ১ম নামাজে জানাজা গতকাল সোমবার সকাল ৮টায় বাগাউড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজে শেষে মরহুমের নিজ বাড়ী টাঙ্গাইলের নিয়ে যাওযা হয়। সেখানেই ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাধিত করে হবে।


     এই বিভাগের আরো খবর