,

ফগার মেশিনের মাধ্যমে হবিগঞ্জ পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভায় নতুন ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান শুরু করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। মঙ্গলবার সকালে প্রথমে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এবং পরে সার্কিট হাউজের পাশে মশক নিধন অভিযান উদ্বোধন করেন তিনি। প্রথম উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্যরা। সদর হাসপাতালের পর ৮ নং ওয়ার্ডের সার্কিট হাউজের পার্শ্ব হতে মশক নিধন শুরু করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট শাহ জহুরুল হোসেন। মশক নিধন অভিযান উদ্বোধনকালে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, এডিসসহ মশক নিধনে এবং ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ পৌরসভা বিশেষ অভিযান শুরু করেছে। তিনি বলেন, এ অভিযানের আওতায় হবিগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের আনাচে-কানাচে সর্বত্র মশক নিধনের ঔষধ স্প্রে করা হবে। এ অভিযানকে গতিশীল করতে ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আধুনিক ৪ টি নতুন ফগার মেশিন ক্রয় করা হয়েছে। চলমান মশক নিধন অভিযানে ৬ টি ফগার মেশিনের মাধ্যমে পৌরএলাকায় যথাযথভাবে ঔষধ স্প্রে করা হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। উদ্বোধনী শেষে মেয়র পৌরবাসীর মধ্যে সচেতনতা লিফলেট বিলি করেন।


     এই বিভাগের আরো খবর