,

নবীগঞ্জে জলমহাল নিয়ে চাঁদা দাবি কাউন্সিলর ছোবহানসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার পলাশপুর মৌজাস্থ মানজালিয়া বিল জলমহালে এক ব্যক্তিকে আটক করে চাঁদা দাবির অভিযোগ এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘটেছে গত ২৯ আগষ্ট রবিবার উপরোক্ত জলমহালের নিকটে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার শাখোয়া বাজারের মৃত লেবু মিয়ার পুত্র মোঃ কন্যাল মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন জলমহাল ইজারা নিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার কিছুদিন পূর্বে নবীগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ছোবহান ভুক্তভোগী মোঃ কন্যাল মিয়াকে আরও বেশকিছু লাঠিয়াল বাহিনী দ্বারা আটক করে তার নিকট ২ লক্ষ টাকা চাদাঁ দাবি করেন। পরবর্তীতে অন্যান্যদের সহযোগীতায় তাদের হাত থেকে রক্ষা পান। তাদের অনেকের নামে থানা এবং কোর্টে বিভিন্ন মামলাও রয়েছে। পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ছোবহান বিভিন্ন জলমহালের ইজারায় অংশগ্রহণ করেন এবং পরর্বীতে জলমহাল ইজারা নিতে না পারলে যিনি ইজারা নিয়ে থাকেন তাদেরকে বিভিন্নভাবে ভয়ভিতী দেখিয়ে চাঁদা দাবি করেন। এরই দারাবাহিকতায় গত রবিবার তিনি তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে মোঃ কন্যাল মিয়াকে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এরই প্রেক্ষিতে মোঃ কন্যাল মিয়া স্থানীয় অনেক ব্যক্তিবর্গের কাছে নালিশ করলেও এর সুরাহা না পেয়ে গত ৩০ আগষ্ট সোমবার পৌর সভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ছোবহানসহ ৯ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে অন্যান্যরা হলেন ফুল মিয়ার পুত্র লিটন মিয়া (৩৫) ও ইসরাইল মিয়া (২৮), খলিল মিয়ার পুত্র হাবিজ মিয়া (২৭), আদম আলীর পুত্র আজম আলী (২৭), নূর ইসলামের পুত্র নুরুল আমিন (৩০), ইসলাম উদ্দিনের পুত্র ইমাম উদ্দিন (৩৩), আব্দুল আলীর পুত্র এলাইছ মিয়া (৩২) গং।

এ ব্যাপারে নবীগঞ্জ এসআই অমিতাভ দাশ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর