,

হবিগঞ্জে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের  নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কঠুক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বেরা করা হয়। সভায় জি কে গউছ বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসেরই অংশ। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে যাই বলুক বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে না। হাজারো চক্রান্ত করেও দেশবাসীর হৃদয় থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর নাম মুছে ফেলা যাবে না। এই অপচেষ্টা যারাই করবে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিপ্তি হবে। সাংবাদিকদের কলমের স্বাধীনতা দিয়েছিলেন, ৪টি পত্রিকা থেকে হাজার হাজার পত্রিকা চালুর সুযোগ করে দিয়েছিলেন। এমন অবস্থা থেকে উত্তোরণের জন্য বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। খালেদা জিয়ার হাত ধরেই দেশের গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, ইনশাআল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, সদস্য আব্দুল হান্নান ফরিদ, এমজি মোহিত, আইয়ুব আলী পৌদ্দার, আজিজুর রহমান কাজল, গীরেন্ড চন্দ্র রায়, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এডভোকেট মীর সিরাজ আলী, শামছুল হক, কামাল সিকদার।


     এই বিভাগের আরো খবর