,

ভোটের মাঠে সরব ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ শহীদ আলীর

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখনই মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সমাজসেবক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহ্ শহীদ আলী। তিনি জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের সময়ও তিনি বিভিন্নভাবে কাজ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহ্ ফজর আলী ছিলেন- ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি। ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা-, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন। দেশের বাহিরে থেকেও তিনি সব সময় এলাকার জন্য কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখে দুঃখে তিনিই সবার আগে পাশে দাড়ান। সম্প্রতি তিনি এলাকার বিভিন্ন গ্রামে প্রচার প্রচারণা চালি যাচ্ছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি জানান, মানুষের জন্য কাজ করা ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন থেকেই আমি নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার সবক শ্রেণি পেশার মানুষকে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করব।


     এই বিভাগের আরো খবর