,

ডিসেম্বরের মধ্যে আসবে ২০ কোটি ডোজ টিকা ॥ স্বাস্থ্য সচিব

সময় ডেস্ক ॥ আগামী ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ করোনার টিকা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, ‘এক দিনে আমাদের ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা আছে। সরবরাহ বাড়লে টিকা দিতে সমস্যা হওয়ার কথা নয়। প্রয়োজন হলে দেশের টিকাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা সব মিলিয়ে ১০ কোটি মানুষকে টিকা দিতে চাই।’ এর আগে অনুষ্ঠানে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক আলোচনায় বক্তব্য দেন মানসিক রোগ চিকিৎসক ও গবেষকরা। এতে আত্মহত্যা নিয়ে সর্বশেষ সরকারি পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে দেখা যায়, বাংলাদেশে প্রতি লাখে ৬ জন আত্মহত্যা করে। দেশে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি বলেও উল্লেখ করা হয় পরিসংখ্যানে।


     এই বিভাগের আরো খবর