,

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার দুই

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন খোকন (৩৫) সহ দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর বেলা থানার এস আই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী প্রতারক একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র দেলোয়ার হোসেন খোকন (৩৩) ও মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আাসামী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আঃ জাহের এর পুত্র মোঃ শহিদ মিয়া (৪৫) কে গ্রেফতার করে। এর আগে বহুরুপী প্রতারক দেলোয়ার হোসেন খোকনের নামে হবিগঞ্জ নারী শিশু আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হয়। ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোহন মিয়া বাদী হয়ে তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলাটি এফআইআর হয়। যার নং ১১/১৬। এই মামলায় তার তিন বছরের সাজা হয়। এতোদিন সে পলাতক ছিল। পুলিশ সুত্র জানায়, প্রতারক খোকন সরকারি চাকরি দেয়ার নামে নিজেকে কখনো স্বরাষ্ট্র, তথ্য, এলজিআরডি ও সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কিছুদিন আগে বিপুল পরিমাণ নকল সীল, ভূয়া নিয়োগপত্র ও নগদ ৫ হাজার টাকাসহ গত বছরের (১৭ জুলাই) করেন তাকে এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক মো. আজমুল হোসেনের নির্দেশে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ বাদি খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কিছুদিন জেলে থাকার পর হবিগঞ্জ শহরে তার এক আত্মীয় তাকে জামিনে ছাড়িয়ে আনেন। এরপর সে কিছুদিন আত্মগোপনে চলে যায়। গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর