,

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুয়েল চৌধুরী ॥ বাবা-মা ও দুই বোনের সঙ্গে বানিয়াচং উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন কাঁকন দাস (২০)। প্রায় ২ ঘণ্টার পথ পারি দিয়ে বাড়িতে ফিরতে যখন দুই মিনিট বাকি, তখনই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কাঁকন। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন তার বাবা-মা ও দুই বোন। কাঁকন ওই উপজেলার সুনারু গ্রামের মতি লাল দাসে মেয়ে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, প্রাইভেটকারে করে কাঁকন দাশ, তার বাবা-মা ও দুই বোন মৌলভীবাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুই ঘণ্টা পারি দিয়ে বাড়ি পৌঁছার জন্য বাকি ছিল দুই মিনিটের রাস্তা। তখনই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পানিতে পড়ে চারজন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কাঁকনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা সেখানে চিকিৎসাধীন। কাঁকন মৌলভীবাজারের একটি কলেজে অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে। দুর্গাপূজার জন্য শনিবার তারা বাড়িতে ফিরছিলেন।


     এই বিভাগের আরো খবর