,

শিক্ষানবিশ চা শ্রমিকদের চাকুরি স্থায়ী করার দাবিতে সভা অনুষ্টিত

সংবাদদাতা ॥ ৩ মাস অধিক শিক্ষানবিশ (ঠিকা শ্রমিক) সকল চা শ্রমিকদের চাকুরি স্থায়ী করার দাবিতে গতকাল রোববার সকাল ১১টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন রশিদপুর চা বাগান আঞ্চলিক শাখার উদ্যোগে রশিদপুর চা বাগানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না রবি দাসের সভাপতিত্বে এবং শিবলাল রবি দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, শফিকুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা আব্দুল মালেক, চা শ্রমিক নেতা বাসুদেব কুমার, সুমতি রবি দাস, কমল বাউরি, রিনা সাওতাল, হীরন বাউরি প্রমুখ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং চা বাগানের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সরকারপক্ষের যৌথ প্রস্তাবনা অনুযায়ী ৩-৬ মাস কাল শিক্ষানবিশ চা শ্রমিকদের চাকুরিকে স্থায়ী করার নীতিমালা রয়েছে। উপস্থিত শ্রমিকদের মধ্যে থেকে দেখা যায় অধিকাংশ শ্রমিক ২০/৩০ বছর বা আজীবন ধরে কাজ করলেও তাদের চাকুরি স্থায়ী করা হচ্ছে না। তাই শ্রমিক নেতৃবৃন্দ ৩ মাস অধিককাল শিক্ষানবিশ চা শ্রমিকদের চাকুরি স্থায়ী করণের জন্য জোর দাবী জানান। অন্যথায় শ্রমিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।


     এই বিভাগের আরো খবর