,

মানবসেবার মাঝেই সমাজে বেঁচে থাকতে চাই…সাংবাদিক শ্যামল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “যে খানে গুনির সমাদর নেই সে খানে গুনির জন্ম হতে পারে না” এই প্রবাদ বাক্যটিকে সামনে রেখে গত সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বর্ষার ঘুরিঘুরি বৃষ্টিকে উপেক্ষা করেও বক্তারপুর সামাজিক উন্নয়ন কেন্দ্র ঈদ পূর্ন মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। লন্ডন প্রবাসী সমাজসেবক, বিশিষ্ট সাংবাদিক, দেশ টিভির ওভারসিজ সংবাদদাতা এবং লন্ডনস্থ বাংলা টিভি ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ও টকশো আলোচক এবং নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই কমিটির যুক্তরাজ্য শাখার আহবায়ক নাসির উদ্দিন শ্যামল কে সংবর্ধনা দেয়া হয়। বর্ষার অভিরাম বৃষ্টির মধ্যেও কানায় কানায় ভরপুর হয়ে উঠে ইনাতগঞ্জ ইউপি কমপ্লেক্স ভবন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পরিচালনা করেন ক্রীড়া ভাষ্যকার শাহেন শাহ লিমন। প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক চেয়ারম্যান ও মানবাধিকার কাউন্সিল নবীগঞ্জ শিল্পাঞ্চল শাখার সভাপতি মাসুদ আহমদ জেহাদী, লন্ডন প্রবাসী সমাজসেবক আকিকুর রহমান আকিক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশাহিদ আলম। বক্তব্য রাখেন আল আমীন, কাইফু আহমদ, মেহবুব আহমদ, শোয়েব আহমদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ তার কমের” কারনে সমাজের কাছে চিরদিন বেঁচে থাকে। শ্যামল ভাই তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে চিরদিন স্বরণীয় হয়ে থাকবেন। তাকে আমরা কখনো ভুলতে পারবো না তিনি প্রবাসে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার সাংবাদিকতা, রাজনীতি ও সামাজিক আন্দোলন সব ক্ষেত্রেই সফল নেতা। বিবিয়ানার গ্যাস আন্দোলনে তিনি লন্ডনের মতো জায়গায় জাগিয়ে তুলেছেন নিজের মেধায়। ইনাতগঞ্জ এলাকা তথা তার নিজ গ”াম বক্তারপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। তাকে একজন অল রাউন্ডার সমাজকর্মী হিসাবে স্বীকৃতি দেয়া যায়। কবির ভাষায় প”কাশ করা যায় কথায় বড় না হয়ে কাজে তিনি আমাদের মাঝে বড় হয়ে উঠেছেন। যখন তিনি আমাদের মাঝে থাকবেন না তখন তার এসব কৃতিকর্ম আলোচিত হবে। সংবর্ধিত ব্যক্তি দেশ টিভির ওভারসিজ সংবাদদাতা এবং লন্ডনস্থ বাংলা টিভি ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ও টকশো আলোচক এবং নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই কমিটির যুক্তরাজ্য শাখার আহবায়ক নাসির উদ্দিন শ্যামল বলেন আমি আজ এ সংবর্ধনা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি যতদিন বাঁচবো সমাজ সেবার মাধ্যমে বাঁচতে চাই। তিনি আরো বলেন ৩৫ বছর সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবা করছি এলাকার কল্যানের জন্য। বাকি জীবন মানবসেবায় নিয়োজিত থাকতে চাই।


     এই বিভাগের আরো খবর