,

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় থানা উপজেলার ৭নং বড়ইউড়ি ইউপি’র অন্তর্গত কদুপুর বাজারে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা রাকিব হুসেনের সঞ্চালনায় আয়োজিত বিট পুলিশিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং বড়াইউপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহকারী বিট অফিসার এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন এলাকার আইন শৃঙ্খলার রক্ষার্থে স্যোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটিজিংসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিংসহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে। সভা শেষে তিনি জামিয়া মাদানিয়া ইসলামিয়া মিজবাউল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে ও স্থানীয় লোকজনদের মাঝে করোনাভাইরাস সংক্রমন প্রতিরাধে মাস্ক বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর