,

বানিয়াচংয়ের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা দরকার- ইউএনও

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানিয়াচংয়ে সম্ভাবনাও সমস্যা নিয়ে কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় ইউএনও সাংবাদিকদের যাবতীয় যৌক্তিক দাবীগুলো পূরণের আশ্বাস প্রদান করেন। মত বিনিময়য় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.এম খোকন, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জীবন আহমদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রেসক্লাব সদস্য এস.এম সাইফুল ইসলাম সেলিম, প্রচার সম্পাদক এস.এম খলিলুর রহমান রাজু, শেখ যোবায়ের আহমদ, খলিলুর রহমান ইমরান, তফসির মিয়া, আব্দুর রউফ আশরাফ, আরিফুল রেজাসহ বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ মতবিনিময় সভার শুরুতেই বানিয়াচংয়ের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি সম্ভাবনা ও সমস্যার বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি এড. আব্দুল মজিদ খানের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করছেন।


     এই বিভাগের আরো খবর