,

দেড় ঘণ্টা আগে নিউজিল্যান্ড সফর বাতিল করায় যা বলল পাকিস্তান

সময় ডেস্ক ॥ পাকিস্তান সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল। শুক্রবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে হঠাৎ করেই সফর বাতিল করে কিউইরা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, আমি বুঝতে পারছি, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য বড় একটি ধাক্কা, যারা দারুণ আয়োজক। তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ; তাই সিরিজ পরিত্যক্ত ঘোষণা করতে হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন দিন আগে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া রমিজ রাজা নিজের টুইটার অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করে লেখেন- আমাদের জন্য এটা একটা বাজে দিন। ক্রিকেট সমর্থক এবং আমাদের খেলোয়াড়রা খুবই দুঃখিত। নিরাপত্তার হুমকির ব্যাপারে একতরফা দৃষ্টিভঙ্গি নিয়ে সফর বাতিল করা খুবই হতাশাজনক। প্রসঙ্গত, পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দলের।


     এই বিভাগের আরো খবর