,

লাখাইয়ে নানা কর্মসূচিতে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে হবিগঞ্জ জেলার ভয়াবহতম গণহত্যা কৃষ্ণপুর গণহত্যার পঞ্চাশতম দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। শনিবার কৃষ্ণপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। শুরুতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলী নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন ও থানা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও শিক্ষক প্রীতি রঞ্জনের পরিচালনায় কৃষ্ণপুর বধ্যভূমি মাঠে শহীদদের স্মরণে গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন গণহত্যায় বেঁচে যাওয়া প্রীয়তোষ রায় মঞ্জু। এছাড়া বক্তব্য রাখেন- কৃষ্ণপুর গ্রামের বাবলু রায়, প্রদীপ রায় প্রমুখ।


     এই বিভাগের আরো খবর