,

যানজট সৃষ্টিকারী চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সদরে যানজট সৃষ্টিকারী ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল সোমবার দুপুর ১২টা অফিসার্স কাবে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও মদ-গাঁজা সেবন-বিক্রি, পাহাড় কাটা, অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বাহুবল কলেজের অধ্য আবদুর রব শাহিন, বাহুবল মডেল প্রেস কাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, সাইফউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বেনু দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব।


     এই বিভাগের আরো খবর