,

নবীগঞ্জে মায়ের সম্পত্তি আত্মসাতের প্রলোভনে মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মায়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে এক স্থানীয় মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মোঃ শাহ আলম নামের একব্যক্তি। নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরিষ পুর গ্রামে মায়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্থানীর মেম্বার নজরুল ইসলামসহ আরও ৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছেন একই গ্রামের ম”ত শাহ ফিরোজ মিয়ার পুত্র মোঃ শাহ আলম। জানা যায়, সরিষ পুর গ্রামের মোছাঃ লাল ভানুর ১ ছেলে ও ৩ মেয়ে। ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম উনার ১ম মেয়ের জামাই। নজরুল ইসলাম তার ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন প্রলোভনে মোছাঃ লাল ভানুর সম্পত্তি তার শালিকা ও উনার ছোট মেয়ের নামে জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করিয়ে নিয়ে নেন। যা উনার একমাত্র ছেলে শাহ আলম সহ তার আত্মীয় স্বজন এমনকি গ্রামবাসীর কেউই অবগত নন। পরবর্তীতে ২নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম উক্ত জায়গা বিক্রি করার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। তারই প্রেক্ষিতে শাহ আলম গত ৪ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই জায়গার উপর ১৪৪ ধারা জারি করে মামলা দায়ের করেন। সূত্রে জানা যায় নজরুল ইসলাম কয়েক বছর পূর্বে উক্ত জমি দেখিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে জমির কাগজ বন্ধক রেখে তার বড় ছেলে সুলতান আহমেদকে জামিন রেখে ১ লক্ষ টাকা উত্তোলন করেন। একই জমি বিভিন্ন প্রলোভনে শালির নামে রেজিস্ট্র করে কৃষি ব্যাংক থেকে তার ছোট ছেলে মাহমুদুল হোসাইনকে জামিন রেখে ৪০ হাজার টাকা উত্তোলন করেন বলেও জানা যায়। উল্লেখিত ব্যাংক সমূহের টাকা এখনও পরিশোধ করা হয়নি বলে জানা গেছে। আরও জানা যায়, একই গ্রামের মনফর আলীর নিকট হতে একই জমি বন্ধক রেখে ৮০ হাজার টাকা নিয়ে আসেন। যা এখনও মনফর আলীর নিকট বন্ধকরত অবস্থায় রয়েছে।


     এই বিভাগের আরো খবর