,

আজমিরীগঞ্জে তিন ভবন উদ্বোধন করলেন এমপি মজিদ খাঁন

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে নতুন ইউনিয়ন পরিষদ ভবন ও সাহানগর ১ এবং রামনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের উদ্বোধন করছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খাঁন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি প্রকল্পের এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। একইদিন সকাল ১১টায় সাংসদ আব্দুল মজিদ খাঁন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০১৯/২০ অর্থ বছরের কোভিড-১৯ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২২০ জন দুস্থ প্রতিবন্ধী ও ৩৮০ জন দুস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন দদ্র্রি ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রত্যেককের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্তজা হাসান, নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী, সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম, ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী তানজির উল্ল্যাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মুমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ভুঁইয়া সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর