,

নবীগঞ্জে ফরমালিনের নীরব আতংক! মধু মাসের ফল আম, কাঠাল, আনারস কিনতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জের সর্বত্র এখন ফরমালিনের নিরব আতংকে ভাসছে মধু মাসের জনপ্রিয় ফল আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন কাচাঁ মালেও ব্যবহার হচ্ছে ফরমালিন নামের এই নিরব বিষ। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট, বাজারে গত মাস দুয়েক সময় ধরে দেদারছে বিক্রি হওয়া অনেক ফলমূলে বিষাক্ত ফরমালিনের মাত্রা থাকার পর ও সাধারন মানুষ সচেতনতার অভাবে তা নির্বিঘেœ কিনে খাচ্ছেন। অন্যান্য বছর এ সময়ে নবীগঞ্জের বিভিন্ন বাজার হাটে ফরমালিন অভিযান পরিচালনা করা হলেও এ বছর এ পর্যন্ত প্রশাসন কর্তৃক কোন রকম অভিযান পরিচালনা করা হয়নি। গত বছর ও নবীগঞ্জ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফর রহমানের নেতৃত্বে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী ও নবীগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল ও প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মোঃ সেলিম তালুকদারকে নিয়ে নবীগঞ্জে বেশকিছু ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ফরমালিনযুক্ত ফল নষ্ট করে বিক্রেতাদেরকে জরিমানা করায় এর প্রভাব ছিল অনেকটা কম। তাই প্রত্যন্ত অঞ্চলের সাধারন লোকজনের মধ্যে ফরমালিনের নিরব আতংক বিরাজ করছে। পূর্বের তুলনায় আম, কাঠাল, ভুবি, পেয়ারা, কলা, আনারস, আপেল, লুকলুকি ক্রয়ে সাধারন লোকজন ফরমালিনের ভয়ে ফল কিনতে সন্ধিহান হচ্ছেন। নবীগঞ্জের বিভিন্ন হাঠ বাজারে পরিদর্শনকালে দেখা যায়, আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন বাহারী ফলের দোকানে ক্রেতাদের তেমন ভিড় বা উৎসাহ নেই। নবীগঞ্জ বাজারে কাঠাল ক্রয় করতে আসা আব্দুল হাকিম নামের এক ব্যক্তি বলেন, ফরমালিনের ভয়ে আম, কাঠাল খাওয়াই বলতে গেলে ছেড়েই দিয়েছি। তবুও ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী জাতীয় ফল কাঠাল কিনতে এসেছি। এভাবে অনেকেরই ফরমালিন নিয়ে আতংক, নিরব ঘাতক ফরমালিনের ফলে মানবদেহের তির এই সংবাদ কার না অজানা। তাই অনেক সাধারন ব্যবসায়ীরাও ফরমালিন নিয়ে চিন্তিত। ব্যবসায়ী লেবু মিয়া বলেন, আমরা কাঠাল, আম আড়ৎ থেকে কিনে আনি এতে যদি ফরামালিন মেশানো থাকে সেটা আমাদের জানা নেই । ফরমালিন তো আমাদের সকলের জন্যই ক্ষতিকারক। তাই নবীগঞ্জ উপজেলার সাধারন মানুষ নবীগঞ্জে বিভিন্ন হাট বাজারে ফরমালিন অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর