,

হবিগঞ্জ ও মৌলভীবাজারের স্থানীয় হাসপাতালে শেভরনের কোভিড চিকিৎসা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ গত বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত শেভরনের গ্যাস ফিল্ড এলাকার মানুষের জীবন-যাত্রায় এবং স্বাস্থ্য সুরক্ষায় কোভিড-১৯ মহামারীর ব্যাপক প্রভাব ফেলেছে। এমতাবস্থায় শেভরন বাংলাদেশ সময়ের প্রয়োজন হিসেবে তার বিবিয়ানা এবং মৌলভীবাজার গ্যাস প্লান্ট এলাকার ৪টি হাসপাতালে ১৫টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে যাতে রোগীরা রক্তে অক্সিজেন স্বল্পতা বা হাইপোক্সিমিয়া হলে দ্রুত স্বাস্থ্য সেবা পেতে পারে। হাইপোক্সিমিয়ার ফলে সাধারনত মাথা ব্যাথা ও শ্বাস কষ্ট হয়ে থাকে তবে তা মারাত্মক হলে হার্ট ও মতিস্কের কার্যক্রমেও পভ্রাব বিস্তার করে। অক্সিজেন কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন আলাদা করে নাসাল ক্যানোলার মাধ্যমে রোগীকে অক্সিজেন দিয়ে থাকে। হবিগঞ্জের ডেপুটি কমিশনারের অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে ডেপুটি কমিশনার ইসরাত জাহান হবিগঞ্জের ২৫০-বেড জেলা হাসপাতাল এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করেন। এছাড়া, ২টি অক্সিজেন কনসেনট্রেটর, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে বাহুরল উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদার গ্রহণ করেন। পরিশেষে, ৩টি অক্সিজেন কনসেনট্রেটর, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়। উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, সুপারিনটেন্ডেন্ট ২৫০-বেড হাসপাতাল, হবিগঞ্জ, ডাঃ আমিনুল হক, শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। উপস্থিত সবাই শেভরনের সময়োপযোগী সহযোগিতাকে প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে শেভরনের পক্ষে উপস্থিত ছিলেন ইমাম হাসান আকন, ফিল্ড কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার, মুরাদ আহমেদ, সিনিয়র কোর্ডিনেটর, কমিউনিটি এনগেজমেন্ট ও শ্রীনিবাস চন্দ্র নাথ, সিনিয়র কোর্ডিনেটর, গভার্ন মেন্ট এফেয়ার্স ও সোসাল ইনভেষ্টমেন্ট।


     এই বিভাগের আরো খবর