,

হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সংঘর্ষ- পরদিন ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈইল গ্রামে সনজব আলী (৫০) নামের এক আনসার সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দালান হাঁটি মহল্লার সিরাজ আলীর পুত্র। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে তারই বড় ভাই ভাই তৈয়ব আলীর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ হলে তৈয়ব আলীসহ কয়েকজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সনজব আলী, সফিক মিয়া, দুলাল মিয়াসহ কয়েকজন হাসপাতালে দফায় দফায় উত্তেজিু হলে ৯৯৯ নাইনে কল দেয় হাসপাতাল কতৃপক্ষ। পরে হাসপাতালে ছুটে যায় সদর থানার একদল পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে সফিক মিয়া ও দুলাল মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তখন ভয়ে হাসপাতাল থেকে সনজব আলী পালিয়ে যায়। গতকাল বুধবার সকাল অনুমান ১১টায় সনজব আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই মারা গেছে সঞ্জব আলী। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এস আই সাইদুর রহমান হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সঞ্জব আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে সঞ্জব আলীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত হয়েছে। সন্ধ্যায় তার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর