,

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আবদাল গ্রেফতার

শায়স্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১৬৯ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক সম্রাট মোঃ আবদাল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে শ্রীমঙ্গল র‌্যাপিড একশন ব্যাটিলিয়ান (র‌্যাব) ০৯। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীমঙ্গল র‌্যাব-০৯ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার এ.এন.এ মুসাব্বীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পরিত্যক্ত কলোনীর কোয়ার্টারে তল্লাশী চালিয়ে বাসার ভিতর থেকে ১৬৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৬শ টাকা। মোঃ আব্দাল মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র। সে দীর্ঘদিন যাবৎ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পরিত্যক্ত বাসা দখল করে অবৈধ ভাবে রেলের বিদ্যুৎ ব্যবহার করে এবং তার স্ত্রী কমলী ও মাতা সহ ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাজা সহ নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছে। আবদাল ও তার স্ত্রী কমলী থানা পুলিশ প্রশাসন ও গোয়েন্দা পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হলেও আইনের ফাকে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে। এলাকার কিছু প্রভাবশালী লোকের ইন্ধনে এরা এই বানিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। র‌্যাব, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিলে এবং কঠোর হাতে দমন করলে মাদকের কবল তেকে মুক্তি পাবে হবিগঞ্জের শত শত কিশোর ও যুবকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামী আবদালকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর