,

বানিয়াচং থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানে বানিয়াচং থানার উদ্যোগে রোববার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক, সূধী সমাজের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। সকাল ১১ টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইন্সপেক্টর(তদন্ত) প্রজিত কুমার দাশ,সেকেন্ড অফিসার মোঃ সামছুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া,সংগীত শিল্পী মোবাশি^র আহমেদ তান্না, মুহিদ মিয়া। সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, তু”ছ ঘটনাকে কেন্দ্র করে যারা গ্রাম্য দাঙ্গায় নিয়োজিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। থানা এলাকার আইন শৃঙ্খলার পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে চোর,ডাকাত ও অপরাধীকে গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, অপরাধী যে হউক তাকে ছাড় দেয়া হবে না। স্কুল কলেজ চলাকালীন ছাত্রীদের যাতায়াতের সময় কোথাও কোন বখাটের উৎপাত হলে বানিয়াচং থানা কে অবহিত করবেন তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর