,

নবীগঞ্জে সুষ্টভাবে শারদীয় দুর্গাপুজা পালনে থানা পুলিশের বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ থানা পুলিশের উদ্যাগে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপল্েয বিশেষ আইন শৃংখলা সভা গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আল হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের সভাপতিত্বে ও এস.আই স্বপন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ.এসপি আবুল খয়ের। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গলাল রায়, বিকাশ রায়, পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক কর্নমনি। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা পুজা কমিটির যুগ্ম সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নীলকন্ট দাশ সামন্ত নন্টী, ১নং ইউনিয়ন পুজা কমিটির সভাপতি নারায়ন দাশ, মইয়ুখ চৌধুরী, ২নং ইউনিয়ন সভাপতি কৃপেশ দাশ, ৩নং ইউনিয়নের সভাপতি ন”পেশ সুত্রধর, ৪নং ইউনিয়নের সাধারন সম্পাদক মাধব সরকার, ৬নং ইউনিয়ন কমিটির সাধারন অঞ্জন রায়, ৭নং ইউনিয়ের সভাপতি হরিপদ দাশ, ৮নং ইউনিয়নের সভাপতি সুবিনয় রায়, ১০নং ইউনয়নের সভাপতি রবীন্দ্র কুমার পাল, ১২নং ইউনিয়নের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সম্ভু আচার্য্য, শান্ত রবি দাসসহ বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এ.এসপি আবুল খয়ের বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনে সরকার বদ্দ পরিকর। এতে কেউ কোন বিশৃংখলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকোন ধরনের অপরাধকারীকে সনাক্ত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা রাখার জন্য পুজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমুলক বিষয় পোস্ট না করারও আহবান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর