,

হবিগঞ্জে ভিজিডির চাল পাচারকালে ৩৩ বস্তা চাল জব্দ ॥ আটক ১

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় থেকে খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল কালোবাজারে পাচারকালে একজনকে আটক করা হয়েছে। এ সময় পাচারকৃত ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব-৯ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। চাল ধরিয়ে দেয়ার ঘটনা নিয়ে কালোবাজারীদের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁেছ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানান, রহস্যজনক কারণে ওই এলাকার ডিলার ও প্রতিনিধিদের নাম প্রকাশ্যে আসেনি। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় কিছু চাল পাচার করে দেয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব। এ সময় হাতেনাতে আব্দুর রহমান (৩২) নামের এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল। আটক আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুছ মিয়ার ছেলে। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও ডিলারসহ কতিপয় চক্র এসব চাল বিভিন্ন অজুহাতে অসহায় দরিদ্র্যদের বন্টন না করে কালোবাজারে বিক্রি করে দিতো। ইতোপূর্বেও সদর উপজেলার বিভিন্ন গুদাম থেকে কালোবাজারীসহ লোকদের আটক করলেও ওই চক্রটিকে দমন করা যাচ্ছে না। আইন শৃংখলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরিবের জন্য বন্টনকৃত চাল বিক্রি করে দিচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় হয়তোবা থলের বিড়াল বেরিয়ে আসবে।


     এই বিভাগের আরো খবর