,

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন থমথমে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ

সময় ডেস্ক ॥ কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজা শেষে বিকেলে দাফন করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পের একাধিক সূত্র জানিয়েছে, মুহিবুল্লাহ হত্যার খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতে কুতুপালং ক্যাম্পে উত্তেজিত রোহিঙ্গারা বিক্ষোভ করেন। তারা রাতে মিছিল বের করতে চাইলে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। কুতুপালং ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান বলেন, সকাল থেকে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, আসরের নামাজের পর কুতুপালং-১ ক্যাম্পে নামাজে জানাজা শেষে ক্যাম্পের কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেছেন, ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন মিছিল সমাবেশ হয়নি। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মধ্যে জনপ্রিয় নেতা ছিলেন। কি কারণে এই হত্যাকান্ড এবং কারা এর সাথে জড়িত তা তদন্ত করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মুহিবুল্লাহ হত্যার সাথে জড়িতরা রোহিঙ্গা সন্ত্রাসী। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে মুহিবুল্লাহর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং-১ নম্বর ক্যাম্পের ডি ব্লকে নিজের অফিসে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে।


     এই বিভাগের আরো খবর