,

নবীগঞ্জে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

এম এ মুহিত ॥ নবীগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৫ জন রোগীকে ৫০হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ দাশ, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের মোঃ আশিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিন, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলীসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর