,

চুনারুঘাটে ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের অফিসিয়াল মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ক্লোন করা নম্বর দিয়ে বিভিন্ন মানুষের নিকট ইউএনও পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। এ বিষয়ে সকলকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এ বিষয়ে শুক্রবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন, চুনারুঘাট অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এর অফিসিয়াল নম্বর ক্লোন করে কিছু প্রতারক বিভিন্নজনের কাছে ইউএনও পরিচয়ে ফোন দিচ্ছে বলে জানা গিয়েছে। প্রতারক চক্র ক্লোন করা নম্বর এর পাশাপাশি ০১৯৫২-৫৮৩৮৭৯ এই নম্বরটি তাদের প্রতারণার কাজে ব্যবহার করছে বলে বিভিন্ন উৎস হতে জানা গিয়েছে।আপনাদের সকলকে এধরণের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এর আগেও এ ধরনের ঘটনা চুনারুঘাট উপজেলায় ঘটেছিল। সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।


     এই বিভাগের আরো খবর