,

হবিগঞ্জে মাদকের মামলায় পৃথক রায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিরিক্ত দায়রা জজ আদালতে মাদকের মামলায় পৃথক রায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড দেয়া হয়েছে। বিজ্ঞ বিচারক এসএম নাসিম রেজা এ দ-াদেশ দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত থাকায় তাদেরকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। ওই কোর্টের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ২০১৮ সালের ২০ অক্টোবর মনতলা পুলিশ ফাঁড়ির এসআই মুখলেছুর রহমান অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পুড়িয়ার গ্রামের মৃত আব্দুল হাসেমের পুত্র মাদক বিক্রেতা নজরুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় ওই এসআই বাদি হয়ে মামলা করেন। দীর্ঘদিন হাজতে থাকার পর সে জামিনে মুক্ত হয়। স্বাক্ষী প্রমাণ শেষে দোষী হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর তাকে ৫ বছরের কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ২০১৫ সালের ৪ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী থেকে জেলা গোয়েন্দা শাখার এসআই সুদ্বিপ রায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের জাহের মিয়ার পুত্র আব্বাস আলী কে ২০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করেন। সাক্ষি প্রমান শেষে দোষী সাব্যস্থ করায় তাকে দুই বছরের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়। ওই কোর্টের পেশকার তাহির মিয়া জানান, সাজা পরোয়ানা মূলে দুই আসামিকেই কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবে।


     এই বিভাগের আরো খবর