,

হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে পূবালী ব্যাংকের ৪ কোটি টাকা ঋন প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার ৪ অক্টোবর পূবালী ব্যাংক, বার লাইব্রেরী শাখা “হবিগঞ্জ উন্নয়ন সংস্থা”কে ৪ কোটি টাকা ঋণ দিয়েছে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উপকারভোগী সদস্যদের মাঝে কৃষি খাতে উক্ত টাকা ঋণ বিতরণ করবে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (চকঝঋ) চলতি (২০২১-২০২২) অর্থবছরের জন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে ক্ষুদ্রঋণ কর্মসূচী খাতে ৬ কোটি টাকা, হাউস হল্ড ওয়াটার এন্ড স্যানিটেশন খাতে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ও সরকারের প্রনোদনা প্যাকেজ থেকে ‘কোভিড-১৯’ এর প্রভাব মোকাবেলায় ৬০ লক্ষ টাকাসহ সর্বমোট ৮ কোটি ২৫ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করেছে। উল্লেখ্য যে, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সেপ্টেম্বর/২১ইং মাস পর্যন্ত ক্রমপুঞ্জিভুত ৩৭৬,১৪,০০,০০০/- (তিনশত চিয়াত্তর কোটি চৌদ্দ লক্ষ) টাকা হবিগঞ্জ জেলার দরিদ্র, হতদরিদ্র, প্রান্তীক চাষি, বগা চাষি ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর্মসংস্থান ও ব্যবসা পুজি বৃদ্ধির লক্ষ্য ঋণ বিতরণ করেছে। সংস্থা দারিদ্র বিমোচন তথা ক্ষদ্র্রঋণ কার্যক্রম ছাড়াও ‘হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে দীর্ঘ ১৮ বছর যাবৎ প্রাথমিক স্বাস্থ্যসেবা, গৃহকর্মে নিয়োজিত শিশু সুরক্ষা, গৃহনির্মাণ কর্মসূচী, লিগ্যাল এইড, নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, নারী ও বালিকাদের নিরাপত্তা, দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী, প্রাথমিক গণশিক্ষা, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও কিশোর-কিশোরীদের জন্য বিকল্প কারিগরি শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছে। উক্ত ঋণচুক্তি/গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, সমন্বয়কারী (ঋণ) আরিফ আলী মন্ডল, সিনিয়র ফিল্ড মনিটর শামীম আহমেদ মহসিন, প্রধান হিসাব কর্মকর্তা দিলোয়ার হোসেন, পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখার অফিসার তৈয়বুর রহমান চৌধুরীসহ অন্যান্য সকল ব্যাংক কর্মকর্তাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর