,

হবিগঞ্জ স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। অভিযোগ রয়েছে, শিাবোর্ডের কর্মকর্তা কিংবা শিক্ষকদের পরিচয় দিয়ে অভিনব কৌশলে বিকাশ একাউন্ট হ্যাক করে এসব টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। আর এসব প্রতারকের খপ্পরে পড়ে অনেকেই কাউকে না বলে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন। আবার কেউ কেউ অভিভাবকদের বকুনি খেয়ে আত্মহত্যার চেষ্টাও চালাচ্ছে। তারপরও এসব প্রতারকদের লাগাম টানা যাচ্ছে না। এরকম ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একাধিক জিডি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে শিক্ষার্থীদের প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে হলে সতর্ক হতে হবে। কাউকে পিন নম্বর কিংবা কারো প্রলোভনে পড়া যাবে না। তবে অনেক অভিভাবকরা জানান, দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেলেও আইন শ”ড়খলা বাহিনী কেন এসব খোঁজে বের করতে ব্যর্থ হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকার পর সম্প্রতি খোলেছে। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে বিভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর সংগ্রহ করে কৌশলে পিন নম্বর নিয়ে নেয়। অনেকের কাছ থেকে ডাবল টাকা পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে যাচ্ছে। গত রবিবার ও সোমবার সরকারি মহিলা কলেজের দুই ছাত্রীর কাছ থেকে শিক্ষা অফিসার পরিচয় দিয়ে ২৭ হাজার টাকা হাতিয়ে নেয় বিকাশ প্রতারক। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরী হয়। ওসি অপারেশন নাজমুল হোসেন জানান, শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক হতে হবে। কারণ কখনোই কোনো শিক্ষা অফিসার কিংবা শিক্ষক বিকাশে টাকা চাইবে না। বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রতারক চক্রকে বের করতে কাজ করছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর