,

চুনারুঘাটে পূর্ব বিরোধের জেরে যুবকের হাতের আঙ্গুল কর্তন

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের পূর্ব বিরোধের জের ধরে নিশু মিয়া (২৫) নামের এক যুবকের হাতের দুইটি আঙ্গুল কর্তন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে রক্ষা করতে গিয়ে আরও ২ জন আহত হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র নিশু মিয়ার সাথে হাসু মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে হাসু মিয়া ও তার লোকজন নিশু মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসু মিয়া, সামসু মিয়া, দিপু মিয়াসহ ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে নিশু মিয়ার বাড়ি ঘরে হামলা, ভাংচুর চালায়। এক পর্যায়ে নিশু মিয়াকে তার হাতের আঙ্গুল কর্তন করে। তাকে রক্ষা করতে গিয়ে জালাল মিয়া ও বিলাল মিয়া নামের দুইজন আহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিশু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর