,

জাতীয় পার্টি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী- সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু

সংবাদদাতা ॥ জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করছি। গতকাল বুধবার বিকাল ৪ টায় বাংলাবাজার কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকেই ভেবেছিলো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু সবার আশংকা ভুল প্রমাণ করে জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি অনেক শক্তিশালী। আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে সবাই মিলে কাজ করতে হবে। জাতীয় পার্টিতে প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ভারপ্রাপ্ত শাহ ফারছু মিয়া’র সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল মিয়া’র পরিচালনায়। অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্র ধর, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা যুবসংহতিনেতা দুরুদ মিয়া, জাবেদ মিয়া, বক্তব্য রাখেন জাপানেতা শাহ ফরিদুল ইসলাম ফরিদ,এমরাজ মিয়া, কারী আব্দুল রুপ, ফারুক মিয়া, মাহমুদ হোসেন, নিজাম উদ্দিন, ফিরোজ মিয়া, গুলেমান খান, কবির মিয়া প্রমুখ। কর্মী সভায় প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক এর সর্বসম্মতিক্রমে শাহ ফরিদুল ইসলাম ফরিদ কে আহ্বায়ক, কারী আব্দুল ছালাম, মাহমুদ হোসেন, ফারুক মিয়া, গুলেমান খান, আবুল কাসেম মাসুক, আব্দুল হাই কে যুগ্ম আহ্বায়ক ও মোঃ আফজাল মিয়া সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর