,

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস) এ দেশপ্রেমিক, সমাজের উন্নয়ন ও সেবায় স্বেচ্ছায় দলবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী নারী ও পুরুষ সদস্য সংগ্রহ চলছে । বর্তমানে রাজশাহীতে অবস্থানরত/ রাজশাহীর স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ (শিশু, কিশোর – কিশোরী, যুবক – যুবতী, তরুণ – তরুণী) সদস্য নেওয়া হচ্ছে। ইয়্যাস লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কিত তথ্য সংক্ষেপে নিচে দেওয়া হলো: ১। রাজশাহী তথা সমগ্র বাংলাদেশের সড়ক গুলো ”নিরাপদ সড়ক” করার লক্ষ্যে জনগণকে কাউন্সেলিং এর মাধ্যমে সকলকে সচেতন করে তোলার পাশাপাশি সকলকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে উদ্বুদ্ধকরণ। ২। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং যৌতুকের প্রথা বন্ধ করার লক্ষ্যে সকলকে কাউন্সেলিং এর মাধ্যমে সচেতন করে তোলা। ৩। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য মাদকবিরোধী প্রচারাভিযান পরিচালনা করে কাউন্সেলিং এর মাধ্যমে সকলকে মাদক সেবন ও কেনাবেচা না করতে সকলকে সচেতন করে তোলা। ৪। মানব পাচারবিরোধী অভিযান পরিচালনা করে কাউন্সেলিং এর মাধ্যমে সকলকে মানব পাচার বন্ধে সকলকে সচেতন করে তোলা। ৫। পথশিশুদের মৌলিক অধিকার রায় তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করতে সকলকে সচেতন করা ও তাদের সহায়তা প্রদান। ৬। বক্ষৃনির্ধণ রোধে ও বৃক্ষরোপনে সকলকে সচেতন করার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচী পালন করা সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করা।


     এই বিভাগের আরো খবর