,

দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী’র মায়ের ইন্তেকাল দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

তৌহিদ চৌধুরী ॥ নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী’র মাতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মোছাঃ খয়রুন নেছা চৌধুরী ৯০ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে গত রবিবার ১০ অক্টোবর ভোর ৪টায় নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! রবিবার বাদ আছর মরহুমার নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার জামাতা, ডা. ফখরুল ইসলাম চৌধুরী। জানাযার নামাজে হাজারো লোকের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আব্দুল হান্নান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (ভারপাপ্ত) সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, যুক্তরাজ্য প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হুদা চৌধুরী বাচ্চু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক খায়রুল বশর চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়েছ আহমেদ চৌধুরী, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন আহমেদ, মাও: আব্দুর রকিব হক্কানী, মাও: মুস্তাকিন বিল্লাহ্ আতিকী প্রমুখ। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বাণীতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর