,

নবীগঞ্জের বড়চরে কবরস্থানের জায়গার গাছ কর্তন ও এস্কেভেটর দিয়ে পুরাতন কবর উঠিয়ে নতুন গাছ রোপনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কবরস্থানের জায়গার গাছ কর্তন ও এস্কেভেটর দিয়ে পুরাতন কবর উঠিয়ে নতুন গাছ রোপনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে। জানা যায় এলাকার বিত্তশালী শাহ্ আবু সুফি গং সরকারি খাস কবরস্থানের জায়গার গাছ কর্তন ও এস্কেভেটর দিয়ে পুরাতন কবর উঠিয়ে জমি তৈরী করে নতুন চারা গাছ রোপনে করছেন। এমন অভিযোগ এনে গত রবিবার বড়চর গ্রামের এলাকাবাসীদের পক্ষ থেকে সরকারি খাস গ্রামবাসীর কবরস্থান ও সরকারি ভুমি উদ্ধারে এলাকাবাসীর পক্ষে লোকমান মিয়া, শাহ্ খোয়াজ আলী, শাহ্ তোফাজ্জল হোসেন ও শাহ্ জাহেদ আলী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়চর গ্রামে সরকারি খাস জমি ২১৭নং জে.এল.স্থিত বড়চর মৌজার ১ খতিয়ান খাস খতিয়ানের অন্তভুক্ত ১৮৩২নং দাগের ০.৭৬ শতক ভুমি বড়চর গ্রামবাসীরা কবরস্থান হিসাবে ব্যবহার করে আসছেন। বিগত কয়েক বছর যাবত বড়চর গ্রামের শাহ্ আব্দুল মতলিব এর পুত্র শাহ্ আবু সুফি গংরা উক্ত ভুমি নিজেদের বলে অবৈধভাবে দখল করে গাছ কর্তন করে বিক্রি ও এস্কেভেটর দিয়ে পুরাতন কবর উঠিয়ে জমি তৈরী করে নতুন চারা গাছ রোপন ও বাউন্ডারী নির্মাণ করে আসছে। গ্রামের কোন লোক মারা গেলে কবরস্থানে মৃত ব্যক্তির কবর দিতে বাধা সৃষ্টি ও ওই জায়গা দিয়ে এলাকাবাসীকে চলাচলে বাধা ও প্রাণনাশের হুমকি দামকী দিচ্ছে শাহ্ আবু সুফি গংরা। এলাকাবাসীর অভিযোগ গ্রামের কোন ব্যক্তি মারা গেলে দাফন করতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। এ ব্যাপারে নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি’র নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, উক্ত বিষয়ে অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর