,

হবিগঞ্জে চেক ডিজঅনার মামলার আইনজীবির বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চেক ডিজঅনার মামলার গাউছ উদ্দিন নামের এক আইনজীবির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৪ অক্টোবর হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ আদেশ দেন। তিনি মোহনপুর এলাকার মৃত বদিউল আলমের পুত্র। মামলার বিবরণে জানা যায়, একই এলাকার বাসিন্দা এডভোকেট আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরার কাছ থেকে দুইটি চেকের মাধ্যমে ১০ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তীতে তাদের টাকা পরিশোধ না করায় টাকা ফেরত পাওয়ার জন্য আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরা বাদি হয়ে তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন। যার সিআর নং-১৩৪/১৩৫/২১। দুইটি মামলায় গাউছ উদ্দিনের বিরুদ্ধে সমন জারি হয়। কিন্তু তিনি ১৪ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।


     এই বিভাগের আরো খবর