,

নিজ সার্জারীতে হাতে খুন হয়েছেন সাউথএন্ড ওয়েষ্ট আসনের কনজারভেটিব দলীয় এমপি স্যার ডেভিড অ্যামিস

লন্ডন থেকেঃ- গতকাল শুক্রবার স্থানীয় সময় দূপুর ১২টা পাঁচ মিনিটে এসেক্সের সাউথএন্ড ওয়েষ্ট আসনের কনজারভেটিব দলীয় এমপি স্যার ডেভিড অ্যামিস নিজ সার্জারীতে দুষ্কিতকারীর হাতে নিহত হয়েছেন। তিনি লিওন সী এলাকার একটি চার্চে নিয়মিত সার্জারী করছিলেন, তখন ২৫ বছর বয়সী এক তরুন সার্জারী চলাকালে অতর্কিতে তার উপর হামলা চালালে তিনি নিহত হন। স্যার ডেভিড অ্যামিস ৪০ বছর যাবত একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছিলেন। পুলিশ ২৫ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বা খুনি কোন বর্ণের মানুষ তার বিবরন দেয়নি পুলিশ। ৬৯ বয়সী স্যার ডেভিড ১৯৮৩ সালে প্রথম ব্যাসিলডন এলাকা থেকে কনজারভেটিভ দলের প্রাথী হিসেবে হাউজ অব কমন্সে প্রবেশ করেন এর পর ১৯৯৭ সাল থেকে পার্শ্ববতি সাউথএন্ড ওয়েষ্ট আসনের এমপি হিেেসবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাঁচ সন্তানের জনক স্যার ডেভিড অ্যামিস গর্ভপাত বিরোধী ও বন্যপ্রাণী সুরক্ষায় সো”চার ছিলেন। ব্যাক্সিট পন্তিুএই এমপি‘র তার নির্বাচনী এলাকা সহ ব্রিটেনের সর্বস্থরের মানুষের কাছে তার গ্রহণ যোগ্যতা ছিল। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিজ নির্বাচনী এলাকা সহ ব্রিটেন জুড়ে শোকের ছায়া নেমে আসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। স্যার ডেভিড অ্যামিসের মৃত্যুতে প্রধানমন্ত্রী সহ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা শোক প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে সমগ্র ব্রিটেন ব্যাপী আইন শ”ড়খলার চরম অবনতি হয়েছে, প্রতিদিনই ঘটছে হত্যা ছিন্তাই সহ নানাবিধ ক্রাইম।


     এই বিভাগের আরো খবর