,

নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ ‘ কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার জাহানারা প্রি ক্যাডেট স্কুলের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়। নবীগঞ্জ কুর্শি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আহ্বায়ক দিল বাহার আহমেদ দিলকাছের সভাপতিত্বে ও কুর্শি ইউপির যুগ্ম আহবায়ক নজরুল আমীন রানা’র পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.সুলতান মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, জেলা কৃষক লীগের সদস্য ও কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আজমান মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শামীনুর রহমান সামির, সোহেল মিয়া, ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সইফা আক্তার কাকলি, পৌর যুবলীগের সদস্য জাবেদ আহমদ, কুর্শি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া, ৬নং ইউপি কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ, ৫নং ইউপি কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ, সংকর চন্দ্র পাল, কুর্শি ইউপি আওয়ামী যুবলীগের আহবায়ক নেছার আহমেদ জগলু, উপজেলা কৃষক লীগের সদস্য জয়নাল আবেদিন চৌধুরী, মাহমুদ কোরেশি, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজল মিয়া, কুর্শি ইউপির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী, কুর্শি ইউপি কৃষকলীগের সদস্য কিজিল আহমেদ প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য ও নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু। পরিশেষে ৬নং কুর্শি ইউনিয়নের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ ও নজরুল আমীন রানা কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য কমিটি গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর