,

নবীগঞ্জে রাতের আঁধারে মুক্তিযোদ্ধার গাছের চারা কেটে দিয়েছে দূর্বৃত্তরা

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জে রাতের আঁধারে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত হাজী মোঃ ছানু মিয়ার ফিসারির পাড়ের ৫ শতাদিক গাছের চারা কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার ছেলে মোঃ শাহীনুর রহমান। অভিযোগ সুত্রে জানা যায়, নাদামপুর গ্রাম সংলগ্ন বিলের মধ্যে ২ বছর পূর্বে শাহীনুর রহমান তাদের নিজ জমিতে ফিসারী করে মাছ চাষ করে আসছিলেন। ফিসারীর চার পাশে তিনি প্রায় ১৮ শ (আকাশি জাতের) চারা গাছ রোপন করেন। বিগত বছরের সেপ্টেম্বর মাসে ফিসারীর উত্তর পাড়ের কয়েক শতাদিক গাছের চারা কেটে ক্ষতি সাধন করে অজ্ঞাত দূর্বৃত্তরা। ২০২১ সালের শুরুতেই রাতের আঁধারে আরো কয়েক শতাদিক গাছের চারা কেটে ক্ষতি সাধন করে দূর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। চারা গাছগুলো প্রায় পরিপক্ক হয়ে গিয়েছিল। এমন সময়ে দুর্বৃত্তরা ফিসারীর গাছগুলো কেটে দিয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান শাহীনুর রহমান বলেন, এলাকার কারো সাথে আমাদের পরিবারের কোন কোন প্রকার বিরোধ নেই। মহান স্বাধীনতা সংগ্রামে আমার পিতা প্রয়াত আলহাজ্ব ছানু মিয়া ও আমার চাচা প্রয়াত মোঃ কনু মিয়া নিজের জীবন বাজি রেখে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমাদেরকে ক্ষতিগ্রস্থ করতে রাতের আধাঁরে কে বা কাহারা বারবার এই ক্ষতি করে আসছে তা বুঝে উঠতে পারছিনা। আমি গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজকে উক্ত ঘটনাটি অবহিত করেছি। পরপর তিনবার গাছের চারা কাটার ঘটনায় আমারা শংকিত ও আতংকের মধ্য দিয়ে চলাফেরা করে আসছি। অজ্ঞাত এই দূর্বৃত্তরা দ্বারা আমাদের বড় রকমের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে, প্রশাসনের কাছে আমার দাবি যারা এমন ঘটনা বারবার করে আসছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এলাকাবাসী জানান, এলাকার কারো সাথেই মুক্তিযোদ্ধা পরিবারের কোন বিরোধ নেই। তবে কে এই কাজটি করলো এলাকার মানুষ বলতে পারছে না।


     এই বিভাগের আরো খবর