,

ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক

সময় ডেস্ক ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ইউপি নির্বাচন রাজনৈতিকভাবে কোন দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা আশা করব সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। নুরুল হুদা বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকার নজর রাখছি। আমরা সুন্দরভাবে সকল ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর