,

নবীগঞ্জে মামলা তুলে না নিতে বাদীকে হত্যার হুমকি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে মামলার বাদীকে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়েছে মামলার আসামীরা। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে। সূত্রে জানা যায়, গত ০৩ অক্টোবর রবিবার একই এলাকার মৃত আফছর উল্লাহর পুত্র তফুর মিয়া (৫৫), আবু বকর (৪৫), মৃত আব্দুল হান্ননের পুত্র অপু মিয়া (৩৫), বুলবুল মিয়া (২৮), তফুর মিয়ার পুত্র আবু সাইদ (২৬), রিয়াজ মিয়া (২৭), আবু বক্কর মিয়ার পুত্র হুসাইন মিয়া (২৫), আবু ছালেহ (২৮) গংরা ফিসারির পাহারাদার মজনু মিয়াকে হাত পা বেঁেধ গুরুতর আহত করে ফিসারির প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মাছ চুরি করে নিয়ে যায় এবং চলে যাওয়ার সময় ফিসারির পাড়ে থাকা টিন সেটের ঘর ভেঙ্গে দিয়ে যায়। এ ঘটনায় আহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। জানা যায়, উপজেলার বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী তসুদ মিয়ার ফিসারীতে মাছ চাষ করেন। এই মাছ এবং তার জমি দেখা শুনার করার জন্য মজনু মিয়াকে পাহারাদার হিসেবে রাখেন। মজনু মিয়া পাহারাদার অবস্থায় রাতে উল্লেখিত ব্যক্তিরা তার উপর হামলা চালিয়ে মাছ চুরি করে নিয়ে যায়। পরদিন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মজনু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় আহত মজনু মিয়ার স্ত্রী আমিনা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলা দায়ের করলে আসামীরা তাকে মামলা তুলে আনার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলার আসামীদের এমন অহন কর্মকান্ডে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মজনু মিয়ার স্ত্রী ও পরিবার।


     এই বিভাগের আরো খবর