,

আজমিরীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

হাবিবুর রহমান রিয়াদ ॥ “মুজিব বর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যদিয়ে আজমিরীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবু হানিফের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনের সং”সদ সদস্য এড. আব্দুল মজিদ খাঁন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন বর্তমান সরকারের আমলে সাধারন মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে এবং দুর্বৃত্তায়ন দমনে কমিউনিটি পুলিশিং সিষ্টেম চালু করা হয়েছ। সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ আইনি সহায়তা পায় সেই লক্ষে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে। এ সময় সাংসদ আব্দুল মজিদ খাঁন আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা নিয়ম শৃংখলা মোতাবেক প্রচার প্রচারণা চালিয়ে যাবেন। যদি বিদ্রোহী কোন প্রার্থী অশ্রাব্য অশালীন ভাষায় কোন বক্তব্য দেন সেটা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দেখবেন এবং আইন শৃংখলা বাহিনী উনাদের আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব,উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক সুসেনজিৎ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল ইসলাম মোবারুল, তফছির মিয়া, শাজাহান মিয়া, খালেদ চৌধুরীসহ সর্বস্তরের জনগণ। এ সময় বক্তরা বলেন কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে। বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং প্রত্যাশিত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আলোচনা সভা শেষে বর্নাঢ্য এক র‌্যালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর