,

হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

মোঃ জুনাইদ চৌধুরী ॥ মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় সদর থানা প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। শুরুতে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-র উদ্ধোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির ও হবিগঞ্জের পুলিশ সুপার এস.এম মুরাদ আলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কমিউনিটি পুলিশিং সভাপতি মোদারিছ আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পারভেজ, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা। এ সময় পুলিশ সদর দপ্তর থেকে হবিগঞ্জের ২ জনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বিভাগের গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পুলিশ বিভাগের সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, তাই পুলিশ এবং দেশের সকল নাগরীক একসাথে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।


     এই বিভাগের আরো খবর