,

বিশ্বকাপ শেষ সাকিবের

সময় ডেস্ক ॥ হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেল সাকিব আল হাসানের। তিনি আর দলের সঙ্গে থাকছেন না। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ডাক্তার দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংকালে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। মেডিকেল পরীক্ষায় দেখা যায় এটি গ্রেড-১ ইনজুরি। চলতি বিশ^কাপে বাংলাদেশের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না সাকিব। এর আগে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সাকিবের ইনজুরির উন্নতি হয়নি। অন্যদিকে সাকিবকে প্রয়োজন দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে। যদি তাকে এখন বিশ্রাম না দেয়া হয় তাহলে সেখানে তাকে পাওয়া আরো ঝুঁকিপূর্ণ হবে। আর সেই কারণেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের দুই ম্যাচ সাকিবের খেলা হচ্ছে না। দলের কয়েকটি সূত্রে জানা যায় পাকিস্তান সিরিজের কথা ভেবেই সাকিবকে বিশ্বকাপে আর খেলানো হচ্ছে না।


     এই বিভাগের আরো খবর