,

আজমিরীগঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান রিয়াদ ॥ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলার সব প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম ১৬ জন চেয়ারম্যান ১৭৪ জন সাধারণ সদস্য ও ৬০ জন সংরতি মহিলা সদস্য পদপ্রার্থীদের নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে অবহিত করে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারনা চালানোর আহবান জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন সারাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলাতেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ধাপে ধাপে জেলার অন্যান্য উপজেলা গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ট ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করে অন্যান্য উপজেলার জন্য এই নির্বাচন দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন হবিগঞ্জ জেলায় আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লে প্রশাসন মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যেনো কোনো ভাবেই বিঘœ না ঘটে সেই লে প্রশাসনের সব বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে। এ সময় মুক্ত আলোচনার মাধ্যমে প্রার্থীদের সকল সমস্যা শুনেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ্ সময় যেসব কেন্দ্রে ঝুকির সম্ভাবনা রয়েছে সেই সকল কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হবে বলে প্রার্থীদের আস্বস্থ করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর