,

নবীগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়নপত্র দাখিল, বিদ্রোহীরাই আওয়ামীলীগের প্রধান প্রতিদ্বন্দী ॥ বিপাকে তৃণমূল নেতাকর্মীরা

মোঃ সেলিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ নভেম্বর রোজ রোববার। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থক ও ভোটাররা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দেন। গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সরকারি দল আওয়ামীলীগ মনোনীত ১৩, জাপা ৫, বিএনপিসহ স্বতন্ত্র ৪৪, এছাড়াও ইসলামী আন্দোলনের রয়েছেন ১ জন প্রার্থী। উপজেলার প্রায় সব ক’টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের ৩ নেতা। যাদের স্বাক্ষরে উপজেলার ১৩টি ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রণীত হয়েছে। সব শেষে তাদেরই কপাল পুড়েছে। উপজেলাজুড়ে বিদ্রোহীরাই আওয়ামীলীগের প্রধান প্রতিদ্বন্দী হিসেবে মাঠে রয়েছেন। এতে বিপাকে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিত হয়েছেন সদ্য দলীয় পদবি ফিরে পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর আপন ছোট ভাই নবীগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। দু’জনেই বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হন। তৃণমূলে তাদের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও স্থানীয় অপরাজনীতির শিকার হয়েছেন বলে মনে করেন দলের ত্যাগী নেতাকর্মীরা। এদিকে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানাও মনোনয়ন বঞ্চিত হন। বিগত নির্বাচনে নৌকা নিয়ে অল্প ভোটে পরাজিত হন তিনি। মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের চমক ও হেভিওয়েট ৩ প্রার্থীর বঞ্চনা নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় চলছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য (মেন্বার) পদে ৪৮৪ ও সংরক্ষিত মহলি সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি। উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সত্যজিত দাশ, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত সমর চন্দ্র দাশ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রঙ্গলাল দাশ। ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, স্বতন্ত্র প্রার্থী দিদার আহমেদ সাজু ও ফারুক আহমদ। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী লন্ডন প্রবাসী মোঃ আছাবুর রহমান জীবন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লন্ডন প্রবাসী মোঃ ছায়েদ উদ্দিন জায়েদুল ও যুবলীগ নেতা মোঃ নোমান হোসেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী মস্তফা কামাল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহিন আহমদ (ছাও মিয়া)। ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারিক রনি, স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী আব্দুল গাফ্ফার, জাতীয় পার্টি মনোনীত আব্দুল হান্নান চৌধুরী (চান মিয়া), স্বতন্ত্র প্রার্থী মোঃ এলাওর মিয়া ও মোঃ নফল উদ্দিন। ৫নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন তারা হলেন- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী এজহারুল হক চৌধুরী মন্টু, ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিক্সন। ৬নং কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আহমদ মুছা, সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লন্ডন প্রবাসী আব্দুল মুকিত ও লন্ডন প্রবাসী আবু তালিম (নিজাম), স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য ও শ্রমিক নেতা মোঃ জামাল উদ্দিন। ৭নং করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ ছাইমুদ্দিন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ বজলুর রহমান, জাতীয় পার্টি মনোনীত মোঃ সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইসহাক মিয়া। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাবেদুল আলম চৌধুরী সাজু, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও লন্ডন প্রবাসী মোঃ মুফতি মিয়া, সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী জাকির আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান চৌধুরী ও খাজা শফী ওসমানী খাকী চৌধুরী। ৯নং বাউসা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লন্ডন প্রবাসী জুনেদ হুসেন চৌধুরী। ১০নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, প্রয়াত চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলীর পুত্র স্বতন্ত্র প্রার্থী শাহ রিয়াজ নাদির সুমন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শামীম আহমদ, স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী মোঃ কুহিনুর মিয়া, স্বতন্ত্র প্রার্থী মাওঃ ফখরুল ইসলাম। ১১নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল আলম বজলু, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবের আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের খায়েদ, ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ মোঃ আইয়ুব আলী। ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ আহমদ পাঠান, মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আজিজ আহমদ মেরাজ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ হাফিজুর রহমান চৌধুরী। ১৩নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। বর্তমান চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইজাজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মুহিবুর রহমান মামুন।


     এই বিভাগের আরো খবর