,

মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাছিতুর রহমান চৌধুরী

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং বাউসা-নাদামপুর ওয়ার্ডে মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন বাউসা যুব সংঘের উপদেষ্টা, তরুণ উদীয়মান সমাজ সেবক মোঃ বাছিতুর রহমান চৌধুরী। গত ২৮ নভেম্বর রবিবার
অনুষ্ঠিত বাউসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করেন আল-হেলাল আহমদ (ভ্যানগাড়ি) প্রতীক, বাছিতুর রহমান চৌধুরী বাছিত (মোরগ) প্রতীক ও মোঃ বিলাল মিয়া (ফুটবল) প্রতীক। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। মেম্বার পদে বাছিতুর রহমান চৌধুরী বাছিত (মোরগ) প্রতীকে ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধি আল-হেলাল আহমদ (ভ্যানগাড়ি) প্রতীকে ৬৯৫ ভোট ও মোঃ বিলাল মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট। প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে ১৭১ ভোট বেশি পেয়ে বাছিতুর রহমান রহমান চৌধুরী মেম্বার পদে জয়ী হয়ে ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিপুল ভোটে জয়লাভ করায় তিনি মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে সংবাপত্রে পাঠানো এক বার্তায়, বাউসা ও নাদামপুরের গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক অভিনন্দন ও সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করে যারা দিনরাত কষ্ট করে প্রচারণা করেছেন তিনি সকল কর্মী, সমর্থক ও ভোটারবৃন্দ’সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। নবনির্বাচিত মেম্বার বাছিতুর রহমান চৌধুরী বাউসা গ্রামের ডা. আব্দুল মালেক চৌধুরীর প্রথম পুত্র সন্তান ও প্রাক্তন মেম্বার প্রয়াত আতিক উল্লাহ চৌধুরীর নাতি। ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার বাছিতুর রহমান চৌধুরী তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর